Tuesday, December 31, 2013

দেশ এক গভীর সংকটে হে প্রভু আমাদের রক্ষা কর!

সরকারি দলের এক তরফা নির্বাচন করার জেদ অপর দিকে বিরোধী দলের লাগাতার হরতাল অবরোধ সব মিলিয়ে এক চরম অবস্থা দেশে বিরাজ করছে। এ থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যাবে তাকেও জানে বলে মনে হয়না। তাই মহান আল্লাহর কাছে বিনীত ভাবে প্রাথনা জানাই হে প্রভু আমাদের এই দেশকে তুমি রক্ষা কর। আমাদের জান মালের হিফাজত কর। আমিন।।

Saturday, October 26, 2013

চুলাচুলির পর এবার দু নেত্রীর ফোনাফোনি

রাজনীতিতে আর একটি নাটক মনচস্ত করলেন আমাদের মাননীয় দু নেত্রী। এসময় দু নেত্রী ৩৭ মিনিট কথা বলেন। 

Sunday, April 28, 2013

আমাদের বতমান কুলুসিত রাজনীতি!!

 
আমাদের বতমান রাজনীতি অত্যান্ত কুলুশিত হয়ে পড়েছে। এতে করে ভাল মানুষ গুলো রাজনীতি থেকে বিসৃন্ন হয়ে পড়েছে। রাজনীতিতে ভাল কথা বলার মত লোকের অভাব দেখা দিয়েছে। তাই এখন মানুষ রাজনীতির নামে পলেটিক্সের প্রতি হতাস। বাংলার মানুষ এখন বিকল্প ধারার কিছু খুজছে। কিন্তু বাংলার মানুষের ভাগ্য খারাপ তারা যা চায় তা পায় না। তাই আজ মানুষ দুই দলের কাছে জিম্মি হয়ে পড়েছে । কিভাবে এ থেকে মানুষ পরিত্রাণ পাবে তা তাদের জানা নাই। সুশীল সমাজের যে সব ব্যক্তি সাধারন
মানুষের পক্ষ নেবে তারা আজ দুই দলের লেজুড় বৃত্তি করছে। তাই আজ সংকট সবত্র। তারা এই উদাহরণ দেন তাদের গা বাচানোর জন্য তা হল শিশু ও পাগল ছাড়া কেও নিরপেক্ষ নেই। এই যখন অবস্থা তখন পাবলিক চিরে চ্যাপ্টা । বলে না শিল পাটার ঘসা ঘষি মরিচের জান যায়। মরিচের কিবা করার আছে। মরিচ নামক পাবলিকের এই যখন অবস্থা। তখন আমাদের মহান দুই দল তাদের অন্যায় অনাচার দুনীতি করে জনগণের মাথা বসে কাঁঠাল ভেংগে খাচ্ছে।